আজকাল ওয়েবডেস্ক: বিয়ে ভাঙার অভিযোগ পাত্রের বিরুদ্ধে। এদিকে কড়া শাস্তি পেলেন পাত্রের ভাই। তাঁকেই আটকে রেখে পাত্রীর আত্মীয়রা যা করলেন, তা ঘিরে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের কারাউলি জেলায়। জানা গিয়েছে, বাগদানের ঠিক আগেই বিয়ে ভাঙার সিদ্ধান্তের কথা জানান পাত্র। তাঁর দিদির পাত্রীকে পছন্দ না হওয়ায়, বিয়ে ভাঙার ঘোষণা করেন। এদিকে বাগদানের আসরে পাত্রের এহেন কীর্তিতে ক্ষোভে ফেটে পড়েন পাত্রীর আত্মীয়রা। দু'পক্ষের মধ্যে তুমুল অশান্তি, বাকবিতণ্ডা হয়। এর ফাঁকেই পাত্রের ভাইকে আটকে রাখেন পাত্রীর আত্মীয়রা। 

আমন্ত্রিতদের সামনে পাত্রের ভাইয়ের হাত বেঁধে, তাঁর গোঁফ কেটে ফেলেন তাঁরা। সেই মুহূর্তটি অনেকেই ক্যামেরাবন্দি করেন। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা বর্তমানে ভাইরাল। নেটিজেনরা পাত্রীর আত্মীয়দের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন। 

এরপরই পাত্র সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, বিয়ের কথাবার্তার সময় যাঁর ছবি দেখানো হয়েছিল, তাঁর সঙ্গে পাত্রীর চেহারার কোনও মিল ছিল না। তা দেখেই বাগদানের পর্বটি পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে রাজিও হননি কেউ, আবার বাতিলও করেননি। কিন্তু পাত্রীর পরিবার চাপ দিয়ে হেনস্থা করে ভাইকে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।